অশ্লীলতার প্রসার ও সমাজে এর কুপ্রভাব; মেহেদি হাসান্
বন্ধরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো। বর্তমান সমাজের ক্যান্সার এই টপিকসটি। বিষয়ঃ অশ্লীলতার প্রসার ও সমাজে এর কুপ্রভাব। অশ্লীলতার প্রসার ও সমাজে এর কুপ্রভাব। ভূমিকা : বর্তমানে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অশ্লীলতার সয়লাব চলছে। এর প্রভাবে সমাজ কলুষিত হচ্ছে, নষ্ট হচ্ছে যুবচরিত্র। দাম্পত্য জীবনেও এর বিরূপ প্রভাব পড়ছে। পারিবারিক ব্যবস্থা ভেঙ্গে পড়ছে, ঘটছে বিবাহ বিচ্ছেদ। তাই অশ্লীলতা বন্ধে পদক্ষেপ নেওয়া যরূরী। যেসব মাধ্যমে অশ্লীলতা প্রসার লাভ করছে তা প্রতিহত করাও একান্ত প্রয়োজন। আলোচ্য নিবন্ধে অশ্লীলতার প্রসার ও সমাজে এর কুপ্রভাব সম্পর্কে আলোচনা করা হ’ল।- অশ্লীলতা ইসলামে নিষিদ্ধ : অশ্লীলতা মানব চরিত্র ধ্বংসের অন্যতম হাতিয়ার। তাই এর নিকটবর্তী হ’তে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। মহান আল্লাহ বলেন,لَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ ‘প্রকাশ্য বা গোপন কোন অশ্লীলতার নিকটবর্তী হবে না’ (আন‘আম ৬/ ১৫১)। অশ্লীলতার চূড়ান্ত পরিণতি হচ্ছে যেনা-ব্যভিচারে লিপ্ত হওয়া। যা ইসলামে হারাম। এর কাছে যেতেও আল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেন, وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَا...
Comments
Post a Comment