Posts

Showing posts from November, 2018

ফেইসবুককে এড়িয়ে... Prothom Alo Collection; by Mehadi HaSaan

Image
ফেসবুকই কমিয়ে দিচ্ছিল বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সৌম্য সরকারের পারফরম্যান্স! তিনি নিজেই উপলব্ধি করেছেন বিষয়টি। এরপর কিছুদিন ফেসবুক থেকে বিরত থাকার পরেই ধারাবাহিক সাফল্য পাচ্ছেন তিনি। প্রথম আলোকে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যা সৌম্যকে ফেরাতে সাহায্য করেছে? এমন প্রশ্নের জবাবেই সৌম্য বললেন, ‘আমার কাছে মনে হয়, বাইরের কথা বেশি শুনতাম। ফেসবুকটা যখন ব্যবহার করতাম, তখন নেতিবাচক মন্তব্যগুলো আসত অনেক, যা মাথায় গেঁথে যেত। মানুষ ইতিবাচক জিনিসটা লেখেও না। এমন এক-একটা হেডলাইন আসত (ফেসবুকে শেয়ার করা), যেন আমি সবই খারাপ করেছি। আর আমরা বাংলাদেশিরা হেডলাইনটাই বেশি পড়ি, ভেতরে কী আছে পড়ে দেখি না। পরে ফেসবুক ব্যবহার বন্ধ করার কথা ভেবেছি। নেতিবাচক জিনিসগুলো কম নেব, মানুষের সঙ্গে কথা কম বলব। শুধু ইতিবাচক জিনিস নিয়েই বেশি ভাবার চেষ্টা করেছি। অনুশীলনও কম করতাম তখন, যখন খারাপ যায় তখন সবই খারাপ যায়, ভালো কিছু করলেও দেখা যায় খারাপই হচ্ছে। একটু বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাতাম সেই সময়ে।’ ফেসবুক নিয়ে গবেষণাও তাই বলে। গত জুলাই মাসে প্রকাশিত ফেসবুক কর্তৃপক্ষের নিজস্ব তথ্য অনুযায়ী প্রতি মাসে সক্রিয় ম