Posts

Showing posts from March, 2018

"মনেপরে ছোটবেলার সেই প্রেমের কথা"-মেহেদি 😂

Image
*ছোটবেলার প্রেম করার সেই সময়টা মনে পরে, যখন আর্জেন্টিনার সাপোর্ট করার জন্য পিচ্চি প্রেমিকাকে ৫ টাকা দামের আর্জেন্টিনার পতাকা গিফ্ট করেছিলাম।😘 * যখন ওকে প্রথমবার "বাবু" ডেকেছিলাম তখন ওতো লজ্জ্বায় লাল হয়ে গিয়েছিলো, ভেবেছিলো, এই ভাবে তো বাচ্চাদের ডাকা হয়.

অশ্লীলতার প্রসার ও সমাজে এর কুপ্রভাব; মেহেদি হাসান্

Image
বন্ধরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো। বর্তমান সমাজের ক্যান্সার এই টপিকসটি। বিষয়ঃ  অশ্লীলতার প্রসার ও সমাজে এর কুপ্রভাব। অশ্লীলতার প্রসার ও সমাজে এর কুপ্রভাব। ভূমিকা : বর্তমানে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অশ্লীলতার সয়লাব চলছে। এর প্রভাবে সমাজ কলুষিত হচ্ছে, নষ্ট হচ্ছে যুবচরিত্র। দাম্পত্য জীবনেও এর বিরূপ প্রভাব পড়ছে। পারিবারিক ব্যবস্থা ভেঙ্গে পড়ছে, ঘটছে বিবাহ বিচ্ছেদ। তাই অশ্লীলতা বন্ধে পদক্ষেপ নেওয়া যরূরী। যেসব মাধ্যমে অশ্লীলতা প্রসার লাভ করছে তা প্রতিহত করাও একান্ত প্রয়োজন। আলোচ্য নিবন্ধে অশ্লীলতার প্রসার ও সমাজে এর কুপ্রভাব সম্পর্কে আলোচনা করা হ’ল।- অশ্লীলতা ইসলামে নিষিদ্ধ : অশ্লীলতা মানব চরিত্র ধ্বংসের অন্যতম হাতিয়ার। তাই এর নিকটবর্তী হ’তে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। মহান আল্লাহ বলেন,لَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ ‘প্রকাশ্য বা গোপন কোন অশ্লীলতার নিকটবর্তী হবে না’ (আন‘আম ৬/ ১৫১)। অশ্লীলতার চূড়ান্ত পরিণতি হচ্ছে যেনা-ব্যভিচারে লিপ্ত হওয়া। যা ইসলামে হারাম। এর কাছে যেতেও আল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেন, وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَ

সুঁই নিয়ে যে কুসংস্কার এখনো প্রচলিত; মেহেদি

Image
মেসের পাশেই সর্দারপাড়ায় আজ সন্ধ্যায় একটি দোকানে সুঁই কিনতে গেলাম। দোকানিকে সুঁই দিতে বললেই তিনি বললেন, "আমরা রাতে সুঁই বিক্রি করিনা, দিনে এসো...।" ব্যাপারটা আমায় কৌতুহল বানিয়ে ফেললো, তাই ইনভেস্টিগেশন শুরু করলাম, কেনো তারা রাতে সুঁই বিক্রি করেনা। অবশেষে জবাবও পেলাম। কারনটা হলো, "সুঁইকে সংসারের সবকিছুর বড় ভাবা হয়, রাতে সুঁই আর চুন বিক্রি বা আদান-প্রদান করলে তাতে সংসারের অনেক ক্ষতি হয়।" আমি বললাম, "তাহলে কি রাতে আপনারা পান খান না (চুন দিয়ে)?"  বৃদ্ধা বললেন, "আমরা রাতে চুনকে পানের দই বলি, বলি দই (চুন) দিয়ে পান দিতে। আর রাতের বেলায় আপনি বাহিরে কোথাও সুঁই আর চুন পাবেন না।" একটা ব্যাপার দেখলেন, ২০১৮ সাল বা শেষ জামানায় এসেও এদেশের মানুষ কতটা কুসংস্কারমনা। এদেশের মানুষ এখনো ডিম খেয়ে পরিক্ষা দিতে যায়না পরিক্ষা খারাপ হবে বলে। রংপুরের মানুষের এ প্রবণতাগুলো এখনো বন্ধ হয়নি। সরকারতো পরে আছে রুপপুর বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু আর মামলা-হামলা নিয়ে। রংপুরের দিকে দৃষ্টি কি অদৌ কোনো সাধু মহলের আছে? রংপুর ছাড়াই কি দেশ '৪১ সালের মধ্যে উন্নায়ন করবে? আমি রাজশাহীর ছেল

স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট

Image
 একেঁ স্বাধীনতা দিবস উদযাপন। ১৯৭১  সালের  ২৫ মার্চ  তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার গভীর রাতে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) নিরীহ জনগণের উপর হামলা চালায়। ঢা কার বিভিন্ন স্থানে গোলাবর্ষণ করা হয়, অনেক স্থানে নারীদের উপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং অনেক স্থানে পরিকল্পিতভাবে হত্যাকান্ড চালানো হয়। এমতাবস্থায় বাঙালিদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা সৃষ্টি হয় এবং অনেক স্থানেই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা না করেই অনেকে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। পরবর্তিতে আনুষ্ঠানিক ঘোষণা পাবার পর আপামর বাঙালি জনতা পশ্চিম পাকিস্তানী জান্তার বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান স্বাধীন করে বাংলাদেশের অভ্যুদয় ঘটায়। (সূত্রঃ  wikipedia.com)