স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট

 একেঁ স্বাধীনতা দিবস উদযাপন।
১৯৭১ সালের ২৫ মার্চ তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার গভীর রাতে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) নিরীহ জনগণের উপর হামলা চালায়।ঢা
কার বিভিন্ন স্থানে গোলাবর্ষণ করা হয়, অনেক স্থানে নারীদের উপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং অনেক স্থানে পরিকল্পিতভাবে হত্যাকান্ড চালানো হয়। এমতাবস্থায় বাঙালিদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা সৃষ্টি হয় এবং অনেক স্থানেই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা না করেই অনেকে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। পরবর্তিতে আনুষ্ঠানিক ঘোষণা পাবার পর আপামর বাঙালি জনতা পশ্চিম পাকিস্তানী জান্তার বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান স্বাধীন করে বাংলাদেশের অভ্যুদয় ঘটায়।
(সূত্রঃ  wikipedia.com)

Comments

Popular posts from this blog

হালাল রোমান্টিসিজম | কিভাবে ভালোবাসা বাড়াবেন | আল মাহদি হাসান

অশ্লীলতার প্রসার ও সমাজে এর কুপ্রভাব; মেহেদি হাসান্

মুহাম্মদ(সাঃ)এঁর দাম্পত্য জীবনে খাদিজা(রাঃ)এঁর ভূমিকা - Mehadi HaSaan